টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2019, 01:03 PM
Updated : 30 April 2019, 01:03 PM

স্থানীয় সময় রোববার সংগঠনের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটনে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিদ্দিকুর রহমান। নেতারা প্রায় সকলেই ছিলেন সভায়।

যুক্তরাষ্ট্র  আওয়ামী লীগের সভায় নেতারা।

আলোচনায় অংশ নেন সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, লুৎফুর রহমান, শামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত ও আবুল হাসিব মামুন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রচার সম্পাদক হাজী এনাম, ত্রাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, আইন-বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, বাণিজ্য সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প সম্পাদক ফরিদ আলম  প্রমুখ।

নেতাদের মধ্যে আরও ছিলেন এম এ মালেক, খোরশেদ খন্দকার, শামসুল আবদিন, শাহানারা রহমান, ডেনি চৌধুরী, শরাফ সরকার, মুজিবুল মাওলা এবং আলী হোসেন গজনবী।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে বড় ধরনের একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বাংলাদেশ কন্স্যুলেটের পক্ষ থেকে। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পৃথক পৃথক উদ্যোগ নেয়া হয়েছে জাতিরজনকের জন্মশত বার্ষিকী উপলক্ষে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!