লস অ্যাঞ্জেলেসে কবিতা সম্মেলন

‘কবিতা হোক মুক্তির সোপান’  স্লোগানকে প্রতিপাদ্য করে নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ‘উত্তর আমেরিকা কবিতা সম্মেলন ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 03:39 PM
Updated : 24 April 2019, 03:47 PM

স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসের চার্চ অব সাইন্টোলজিতে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা।

গাছের গোড়ায় পানি ঢালার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি হাবিবুল্লাহ সিরাজী।

শুরুতে সেমিনার পর্বের বিষয় ছিল ‘সমকালীন কবিতায় বাংলাদেশ’।

এ পর্বে আলোচনা করেন সাংবাদিক লস্কর আল মামুন, কবি সাজেদ চৌধুরী ম্যাকলিন, সাংবাদিক আবু নাসের রাজিব, কাজী মশহুরুল হুদা ও কবি হাবিবুল্লাহ সিরাজী।

সেমিনারের মূল আলোচক কবি হাবিবুল্লাহ সিরাজী অত্যন্ত সারগর্ভ, শ্রুতিমধুর ও তথ্যবহুল বক্তব্য দেন।

তিনি বলেন, “বর্তমান বলতে কোনও বস্তু নেই। এখন যা অনুষ্ঠিত হলো একটু পরেই তা অতীত হয়ে গেল। বর্তমান সেই বস্তু যা সাথে সাথে অতীত হয়ে যায়।“

তিনি বলেন, “কবিরাই ভবিষ্যত নির্মাণ করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক আরও বলেন, “১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারির পর বাংলা কবিতা নবরূপ লাভ করে।“

বাংলা ভাষা শিক্ষার উপর গুরত্ব আরোপ করে প্রধান অতিথি বলেন, “জীবনের সব কিছুর সাথে কবিতার বসবাস আছে।“

তিনি জীবনের সব কিছুর সাথে কবিতাকে যুক্ত করার আহ্বান জানান।

সম্মানিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন রীতা খান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ত্রিটিনা সাহা সিঁথি। স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তি করেন রুমানা গণি, রিতা খান, হাসিনা বানু, আব্দুল খালেক, সৈয়দ এম হোসেন বাবু, মারুফ খান, শহীদ আলম, রশনী আলম, কামরুল আহমেদ, সাজেদ চৌধুরী মাকলিন, কাজী মশহুরুল হুদা ও প্রধান অতিথি কবি হাবিবুল্লাহ সিরাজী।

অনুষ্ঠানে কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহাকে বিশেষ সম্মাননা দেন কবি হাবিবুল্লাহ সিরাজী।

স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য শিল্পী পন্ডিত গিরীশ চ্যাটার্জী, সাংবাদিক লস্কর আল মামুন, শিল্পী সোনিয়া খুকু, শিল্পী কাবেরী রহমান, কবি সাজেদ চৌধুরী ম্যাকলিন, কবি কাজী মশহুরুল হুদা, কবি আব্দুল খালেক ও সাংবাদিক ও সাহিত্যিক তপন দেবনাথকে সম্মাননা প্রদান করেন কবি হাবিবুল্লাহ সিরাজী ও কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা।

অনুষ্ঠানের শেষ পর্বে গান পরিবেশন করেন কাবেরী রহমান, শহীদ আলম, সোনিয়া খুকু, আদনান খান ও পন্ডিত গিরীশ চ্যাটার্জী।

সাউন্ড সিস্টেম পরিচালনা করেন আদনান খান।

অনুষ্ঠান উপস্থাপনা করেন লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় উপস্থাপক জুটি আশ্রাফ আহমেদ মিলন ও রশনী আলম। অনুষ্ঠানটির আয়োজন করে ‘রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!