ফ্লোরিডায় বাণিজ্য মেলায় পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

পঞ্চাশেরও বেশি দেশের শীর্ষ নেতাসহ কয়েক হাজার ব্যবসায়ী-শিল্পপতি-শিল্পোদ্যোক্তা-বিনিয়োগে আগ্রহীদের সমন্বয়ে দুদিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কালচারাল প্রদর্শনীতে ‘গেস্ট অব অনর’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেনকে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2019, 02:05 PM
Updated : 19 April 2019, 03:44 PM

ফ্লোরিডায় গত ৪ বছর ধরে চলা দুইদিনব্যাপী এ প্রদর্শনীর এবারের আসর বসছে ৯-১০ অক্টোবর ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ব্রাওয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে।

‘পঞ্চম বার্ষিক ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো’এর বিশেষ দূত হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হোস্ট কমিটির আমন্ত্রণপত্র নিয়ে ১৮ এপ্রিল ঢাকায় গেছেন ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ‘বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্সে’র প্রেসিডেন্ট আতিকুর রহমান।

গত বছরের এই প্রদর্শনীতে বাংলাদেশ স্টল দিয়েছিল এবং বেশ কিছু আগ্রহী বিনিয়োগকারী ইতিমধ্যে ঢাকা সফর করেছেন।

‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ‘বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্সে’র প্রেসিডেন্ট আতিকুর রহমান।

এবারের প্রদর্শনীতে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, চীন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাণিজ্যিক প্রতিনিধি দল আসবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকরা জানান, তারা সকলেই চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন।  সমস্যার গভীরে গিয়ে তা সমাধানের পথ বাতলাবেন। ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে, তা দূর করতেও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চেষ্টা করবেন।

এই প্রদর্শনীর মধ্য দিয়ে ব্যবসায়িক সম্প্রীতির বন্ধনই শুধু নয় সাংস্কৃতিক চেতনায়ও নবদিগন্তের সূচনা ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। কারণ, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন দেশের স্বনামধন্য শিল্পীরাও নিজ নিজ ঐতিহ্যের পরিপূরক অনুষ্ঠান করবেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!