আবুধাবিতে বাংলাদেশ মিশনে ‘গণহত্যা দিবস’ পালিত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘গণহত্যা দিবস’ পালন করেছে বাংলাদেশ দূতাবাস।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 06:21 AM
Updated : 26 March 2019, 06:21 AM

সোমবার অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়েন দূতাবাসের মিনিস্টার শহীদুজ্জামান ফারুকী ও লেবার কাউন্সেলর আবদুল আলীম মিয়া।

রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ রিয়াজুল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন ‘বাংলাদেশ সমিতি ইউএই’ এর সভাপতি মোয়াজ্জেম হোসেন, ‘বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি’ এর সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, জনতা ব্যাংক আবুধাবির কার্যনির্বাহী আমিরুল হাসান, বিমান আবুধাবির রিজিয়নাল ম্যানেজার এন সি বড়ুয়া, ‘ইউএই বিডিইউজে’ এর সভাপতি আশীষ বড়ুয়া ও বাংলাদেশ ইসলামিয়া স্কুল আবুধাবির অধ্যক্ষ মীর আনিসুল হাসান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!