গণহত্যা দিবসে যুক্তরাষ্ট্রে ঘাতক দালাল নির্মূল কমিটির র‌্যালি

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে যুক্তরাষ্ট্রে র‍্যালি করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2019, 06:08 AM
Updated : 26 March 2019, 06:08 AM

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় দিবসের কর্মসূচি শুরু হয় মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ স্মরণ এবং হায়েনাদের প্রতি ধিক্কার জানিয়ে।

২৫ মার্চকে জাতিসংঘ কর্তৃক ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ এর স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে কূটনীতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

আয়োজক সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া ছাড়াও এতে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের প্রচার সম্পাদক শুভ রায়, মুক্তিযোদ্ধা মনির হোসেন ও মহানগর আওয়ামী লীগের নেতা ইসমাইল স্বপন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!