কুইন্সে শহীদ মিনার তৈরির অঙ্গিকার বরো প্রেসিডেন্ট প্রার্থীর

বরো প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিউ ইয়র্কের কুইন্সে বাংলাদেশের আদলে শহীদ মিনার নির্মাণের ঘোষণা দিয়েছেন সিটি কাউন্সিলম্যান কস্টা কনস্ট্যানটিনাইডস।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 04:39 AM
Updated : 11 March 2019, 04:39 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শহরটির হিলসাইডে স্টার কাবাব পার্টি হলে অনুষ্ঠিত নির্বাচনী তহবিল গঠনের ডিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কস্টা বলেন, “নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের এ দাবি পূরণ করা, কুইন্সের জ্যামাইকায় ক্যাপ্টেন টিলি পার্কে শহীদ মিনার তৈরি করা। ইতিমধ্যে আমি নিউ ইয়র্ক সিটিতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা বাংলায় দেওয়ার বিল এনেছি। জেএফকে, লাগোয়ার্ডিয়া অ্যায়ারপোর্টে বাংলায় ‘স্বাগতম’ সাইন বিল পাশ করেছি। এই প্রথম অফিসিয়ালি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। বাংলাদেশিদের প্রয়োজনে সব সময়ই পাশে আছি এবং থাকব।”

বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও ইয়ং ডেমক্র্যাটিক পার্টির নেতা জয় চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ডেমক্র্যাট মোর্শেদ আলম, নিউ ইয়র্ক ইন্স্যুরেন্সে প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, বাংলাদেশ সোসাইটির বিদায়ী কমিটির সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, ডেমক্র্যাটিক পার্টির অন্যতম সংগঠক ফখরুল আলম, কমিউনিটি কর্মী আহসান হাবিব, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলীসহ বাংলাদেশি ও নেপালি কমিউনিটির নেতা-কর্মীরা।

আরও উপস্থিত ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার। আগামী বছর কুইন্স বরো প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেবেন বর্তমান কাউন্সিলম্যান কস্টা কনস্ট্যানটিনাইডস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!