ফ্রান্সে কবি আল মাহমুদ স্মরণসভা

সদ্য প্রয়াত কবি আল মাহমুদ স্মরণে সভা করেছে প্রবাসী সংগঠন ‘কবি আল মাহমুদ স্মরণসভা উদযাপন কমিটি, ফ্রান্স’।

আবু তাহির, ফ্রান্স থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 07:47 AM
Updated : 4 March 2019, 07:47 AM

স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির রাজধানী প্যারিসে এ সভায় কবিকে স্মরণ করেন প্রবাসী বাংলাদেশিরা।

আবৃত্তিকার মাহবুব হোসাইনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী।

আলোচনা করেন বাংলাদশ থেকে ভিডিও কনফারেন্সে কবি আসাদ চৌধুরী, কবি জাকির আবু জাফর, সুস্ময় শরীফ, কৌশিক রাব্বানী, মুহাম্মদ নূরুল ইসলাম, কামরুজ্জামান, ফজলুর রহমান ও খান আল মামুন।

আলোচকরা বলেন, “কবি আল মাহমুদ আধুনিক ভাষা কাঠামোর ভেতর আঞ্চলিক শব্দের প্রয়োগ ঘটিয়ে হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।”

অনুষ্ঠানে আলোচনা শেষে গান, কবিতা পাঠ ও দোয়া-মোনাজাত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!