সিডনির ইঙ্গেলবার্ন অ্যালাইভ উৎসবে বাংলাদেশি ব্যান্ডদল

অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় ‘ইঙ্গেলবার্ন অ্যালাইভ’ বার্ষিক উৎসবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

নাইম আব্দুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2019, 01:33 PM
Updated : 3 March 2019, 01:33 PM

স্থানীয় সময় শনিবার দুপুরের পর সিডনিতে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল আয়োজিত বহুজাতিক ভাষাভাষীর এই মিলনমেলার মঞ্চ পরিবেশনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলা ব্যান্ড দল ‘এইট নোটস’ অংশ নেয়।

ব্যান্ড দলটির ভোকালে রাহাত শান্তনু, ভোকাল ও গিটারে আসিফ হায়দার, রিদমে মুসাব্বির হোসেন, বেইজ গিটারে পায়েল রাব্বি, ড্রামে শামস আরেফিন ও কি-বোর্ডে সামিউল কবির অংশ নেন।

এরপর ট্যালেন্টেড বলিউড ডান্সারদের অংশগ্রহনে ডান্স সেন্ট্রাল, জাপানি ড্রামসগ্রুপের পরিচালনায় ওয়াদাইকো রিন্ডো ড্রামিং, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিশিখানাচ এবং আরো অনেক মিউজিক ইভেন্ট দিনভর কমিউনিটিকে মাতিয়ে রাখে।

এর আগে উৎসবে স্বাগত বক্তব্য দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ ব্রিটিসিভিক।

সিটি কাউন্সিলের কাউন্সিলর প্রবাসী বাংলাদেশি মাসুদ চৌধুরী বলেন, “ইঙ্গেলবার্ন অ্যালাইভে আমাদের অংশগ্রহণ স্থানীয় কমিউনিটিতে সাংস্কৃতিক প্রসার ঘটাবে, পাশাপাশি আমাদের নতুন প্রজন্মের জন্য সাংস্কৃতিক চর্চার পথ সুগম হবে।”

মঞ্চে স্থানীয় কমিউনিটির বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দুই পাশের রাস্তাজুড়ে ছিল বিভিন্ন দেশের বাহারি খাবারের পসরা, শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড। 

বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলে। চোখজুড়ানো আতশবাজির মাধ্যমে এই বিশেষ ইভেন্টের শেষ হয়।