সিডনিতে একুশে প্রভাতফেরি ও বইমেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে প্রভাতফেরি ও বইমেলা করেছে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিরা।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 05:24 AM
Updated : 19 Feb 2019, 10:16 AM

স্থানীয় সময় রোববার সিডনির অ্যাসফিল্ড হেরিটেজ পার্কে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের বেদিতে একুশে বইমেলার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।

সকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক দলসহ অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরা ভাষা শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে ফুল দেন।

প্রবসী সংগঠন ‘একুশে একাডেমি অস্ট্রেলিয়ার’ সভাপতি স্বপন পাল বক্তব্যের মাধ্যমে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।

একুশের বইমেলার দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে ছিল একুশের গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, একক, দলীয় ও গণসঙ্গীত, নৃত্য, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ ও রাফেল ড্র ইত্যাদি। বইমেলা উপলক্ষে ‘মাতৃভাষা’ নামে একটি সংকলনও প্রকাশিত হয়।

সিডনির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে প্রবীণরা একুশের  সাজে সজ্জিত হয়ে অংশ নেন বইমেলাতে।

আলোচনা পর্বে অংশ নেন স্থানীয় এমপি, মেয়র, কাউন্সিলর, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি স্বপন পাল, সহ সভাপতি নোমান শামীম ও সাধারণ সম্পাদক জন্মেজয় রায়, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!