ইতালিতে পর্যটন মেলায় বাংলাদেশ

ইতালির পর্যটন মেলা ‘বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে’ (বিট) অংশ নিয়েছে ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ড’।

কমরেড খোন্দকার, ইতালি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2019, 05:25 AM
Updated : 11 Feb 2019, 05:25 AM

দেশটির মিলান শহরে রোববার শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলায় প্রায়  একশ দেশের দুই হাজার কোম্পানি অংশ নিয়েছে। এতে প্রায় ৬০ হাজার দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করেন আয়োজকরা।

মেলায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও  পর্যটন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের ও উপসচিব মোহাম্মদ জাহিদ হোসেন।

মিলানের কনসাল জেনারেল ইকবাল আহমেদ মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। বাংলাদেশ স্টলে এ বছর বাংলাদেশ থেকে পাঁচটি পর্যটন সংস্থা এ মেলায় অংশ নিচ্ছে।

মেলা চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে  দেশিয় ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, নৃত্য ও তবলা নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!