বইমেলায় লিউজার কাব্যগ্রন্থ ‘নিবেদিতার নীল চোখ’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আশরাফুন নাহার লিউজার কবিতার বই ‘নিবেদিতার নীল চোখ’।

প্রিয় সাহা, নিউ ইয়র্ক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 06:31 PM
Updated : 3 Feb 2019, 06:31 PM

বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। তার প্রথম বই ‘কংক্রিটের অরণ্যে স্রোতস্বিনী নদী’।

লিউজার বসবাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জন্ম রংপুরে, পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে।

লিউজা জানান, তার লেখার মূল প্রতিপাদ্য প্রকৃতি ও মানবপ্রেম। মানুষের ভেতরকার অনুভূতির প্রকাশ নিজের কাজের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেন তিনি। কবিতা, গল্প কিংবা প্রবন্ধে। তবে ভ্রমণ-সাহিত্য নিয়েও তার আগ্রহ রয়েছে। লেখেন লাইফস্টাইল নিয়েও।

‘নিবেদিতার নীল চোখ’ বইটির বেশিরভাগ কবিতার মূল প্রতিপাদ্য বিরহী প্রেম, পেছনে ফেলে আসা দিনগুলোর কথা। দেশ, দেশের মানুষ, স্মৃতিকাতরতা আর একরাশ কষ্ট। প্রচণ্ড কষ্টের অনুভূতি ফুটে উঠেছে বিভিন্ন কবিতায়। প্রকৃতিকে প্রতীকী অর্থে ধরে নিয়ে তার সঙ্গে মানুষের অনুভূতিকে মিলিয়েছেন কবি। তার মধ্য দিয়ে এক ধরণের তৃপ্তি, ভালোবাসার সন্ধান করেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!