ইতালিতে আয়েবার কার্যনির্বাহী কমিটির পঞ্চদশ সভা

প্রবাসী সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশান’ (আয়েবা) এর ১৫তম কার্যনির্বাহী কমিটির সভা ইতালিতে অনুষ্ঠিত হয়েছে ।

মোহা. আব্দুল মালেক হিমু, ফ্রান্স থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2019, 03:13 AM
Updated : 28 Jan 2019, 03:13 AM

শনিবার কাতানিয়ার সিসিলি দ্বীপের হোটেল শেরাটনের হলরুমে প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দেন ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারসহ কাতানিয়া মিউনিসিপ্যালিটি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ।

আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জয়নুল আবেদিন।

বক্তব্য দেন আয়েবার ভাইস সহ সভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, জিন্নুরাইন জায়গীরদার, ফরহাদ আলী খান, পোল্যান্ডের কাতোভিচ সিটিতে দায়িত্বরত বাংলাদেশের অনারারি কনসাল ওমর ফারুক, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি শাহাগীর বখত ফারুক ও এম এ রব মিন্টু।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বলেন, “ইউরোপে প্রবাসীদের পক্ষে কথা বলার অন্যতম প্লাটফর্ম হচ্ছে আয়েবা। তারা প্রবাসী কমিউনিটির উন্নয়নে ইউরোপের বিভিন্ন দেশে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।”

দ্বিতীয় অধিবেশন নির্বাহী পরিষদের সভায় প্রবাসীদের কল্যাণে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ইতালির এ সভায় নির্বাহী পরিষদের শরিফ আল মোমিন, টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, মাঈনুল ইসলাম নাসিম, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, আজহারুল কবির বাবুসহ ফ্রান্স, গ্রিস, স্পেন, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবার নির্বাহী সদস্যরা অংশ নেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!