নিউ ইয়র্কে পিঠা উৎসবে একশ রকমের পিঠা

প্রবাস-প্রজন্মে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে শতাধিক রকমের পিঠা নিয়ে বর্ণালী এক পিঠা উৎসব হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2019, 05:31 AM
Updated : 21 Jan 2019, 05:31 AM

হাড় কাঁপানো শীত উপেক্ষা করে স্থানীয় সময় রোববার বিকেলে জ্যাকসন হাইটসের সন্নিকটে কুইন্স প্যালেসের সুপরিসর মিলনায়তনে এ উৎসবে প্রবাসী নারী-পুরুষের সমাগম ঘটে প্রাণের সাথে প্রাণ মিলিয়ে।

শিশু-কিশোররা শীতের আমেজে এ উৎসবে এসে পিঠা খেয়ে ভিন্ন এক আমেজে আবিষ্ট হয়। কারণ, উৎসবের উচ্ছ্বলতাকে বর্ণিল করতে একইসঙ্গে চলে নাচ, গান আর ফ্যাশন শো। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন।

উৎসবের আয়োজন করেছিল উত্তর আমেরিকায় বিনোদন-প্রমোটার হিসেবে খ্যাত ‘শো-টাইম মিউজিক’ এর মালিক আলমগীর খান আলম।

করতালির মধ্যে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন ‘বেঙ্গল হোম কেয়ার’ এর প্রেসিডেন্ট শাহনেওয়াজ।

উদ্বোধন পর্বে পিঠা উৎসবের আহ্বায়ক কমিউনিটি লিডার মাকসুদ এইচ চৌধুরী, সদস্য-সচিব মিয়া মোহাম্মদ দুলাল এবং প্রধান সমন্বয়কারি খায়রোল ইসলাম খোকনসহ রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, আহসান হাবিব উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আবু তারিক, মার্ক হোম কেয়ারের কম্যুনিটি লিয়াঁজো মোহাম্মদ আমির হোসেন কামাল, বাংলাদেশ সোসাইটির নেতা কাজী নয়ন, মোহাম্মদ আলী ও সিপিএ ইয়াকুব এ খান।

সেলিম ইব্রাহিম ও সামসুন্নাহার নিম্মির উপস্থাপনায় গভীর রাত পর্যন্ত চলে এ উৎসবের নানা অনুসঙ্গ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!