সিডনিতে আতিক-মিতার সঙ্গীতসন্ধ্যা

অস্ট্রেলিয়ার সিডনিতে শিল্পী-দম্পতি আতিক হেলাল ও মিতা আতিকের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 02:47 AM
Updated : 20 Jan 2019, 02:47 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির ব্যাংকস টাউন ব্র্যান ব্রাউন থিয়েটারে ‘গানে গানে জোছনা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশি আইডল সিডনি’।

এতে আতিক ও মিতা দেশের গান, নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, তাদের মৌলিক গান, হারানো দিনের বাংলা গান, গজল ও হিন্দি গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ থেকে আসা সঙ্গীতকার জিয়াউল ইসলাম তমাল, কি-বোর্ডে রাজিব আহমেদ, গিটারে সোহেল খান, মেহেদী হাসান অনি ও তানভীর হাওলাদার।

দশ বছর বয়েসী বেজ গিটারিস্ট দিপ্র শিল্পী আতিক হেলালের ত্রিশ বছর আগের দুইটি গানে গিটার বাজিয়ে দর্শকের প্রশংসা পান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!