ওয়াশিংটনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2019, 07:26 AM
Updated : 12 Jan 2019, 07:26 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির ভার্জিনিয়ার ফলস চার্চে একটি রেস্টুরেন্টে দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এতে অংশ নেয় স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগ।

সভার শুরুতে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আয়োজক সংগঠনের সহ সভাপতি নুরুল আমিন নুরুর সভাপতিত্বে সভায় স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট বর্ণনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম নবী বাকী।

প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাহবুব সালেহ।

তিনি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘তুমি আমার’ শিরোনামে একটি কবিতা পাঠ করেন।

বক্তব্য দেন আয়োজক সংগঠনের উপদেষ্টা জিয়াউদ্দিন খান, মুক্তিযোদ্ধা বায়েজিদ হোসেন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা মুজিবুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ আযম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ, যুবলীগ সভাপতি রাবিউল ইসলাম রাজু, সহ সভাপতি আবু বকর সিদ্দিক সাজ, সহ সভাপতি সাইফুল ইসলাম সাইফ ও সন্তোষ বডুয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক আসিফ চৌধুরী, প্রেস অ্যান্ড পাবলিকেশন্স সম্পাদক শামীম হায়দার, যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ ও মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!