সৈয়দ আশরাফের মৃত্যুতে পিডিআই কানাডার শোক

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মুজিব বাহিনীর যোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কানাডা প্রবাসী সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই)।

অখিল সাহা, কানাডার টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 10:03 AM
Updated : 8 Jan 2019, 02:58 PM

স্থানীয় সময় শুক্রবার কানাডার টরন্টোয় এক বিবৃতিতে এ শোক জানান পিডিআই এর যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে।

বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় রাজনীতির লুটপাট ডামাডোলের মধ্যে তিনি ছিলেন অনুকরণীয় সততার প্রতীক। ছাত্রজীবন থেকেই তিনি মনে করতেন যে, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতির জন্য প্রগতিশীল রাজনীতিকে এগিয়ে নেওয়া প্রয়োজন। দেশের ও আওয়ামী লীগের ক্রান্তিকালে তিনি সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহন করেন এবং তৎকালীন হেফাজতে ইসলামের ধ্বংসাত্মক রাজনীতিকে শক্তহাতে দমন করেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সৈয়দ আশরাফুল ইসলামের মতো উদারচেতা ও দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।’