যুক্তরাষ্ট্রে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোটে ভরাডুবির আলোচনা

যুক্তরাষ্ট্রে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি একদিন আগে শেষ হওয়া জাতীয় নির্বাচনে মূল দল বিএনপির ভরাডুবির পর্যালোচনা সমাবেশে রূপান্তরিত হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 12:31 PM
Updated : 3 Jan 2019, 01:03 PM

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে স্থানীয় সময় মঙ্গলবার রাতে একটি পার্টি সেন্টারের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি। পরিচালনা করেন যুগ্ম সম্পাদক সিদ্দিক হোসেন রুবেল।

প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন। অনুষ্ঠানে বাতিন সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখেন আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার জন্যে।

তিনি বলেন, “পরিকল্পিত আন্দোলন রচনায় দরকার সৎ নেতৃত্ব। এবং সকলের ঐক্যেই সেটি সম্ভব। এখন দলাদলির সময় নয়। আন্দোলনের সময় এবং সেটি নিউইয়র্ক থেকেই ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে।“

‘ভোট জালিয়াতির নির্বাচন বানচালে’ সরকারকে বাধ্য করতে দুর্বার আন্দোলন রচনার জন্য ছাত্রদলের এ অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।

এছাড়া জাতিসংঘের শহর নিউ ইয়র্ক থেকে ১/১১ পরবর্তী সময়ে সৃষ্ট আন্দোলনের চেয়েও বড় ধরনের তৎপরতা চালানোর সংকল্প ব্যক্ত করেন ছাত্রদলের প্রবাসী নেতারা।

তারা যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের সকলকে অনুরোধ জানান দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হবার জন্যে। বাংলাদেশে যদি বিএনপির নাম-নিশানা মুছে যায়-তাহলে এখানে নেতৃত্বের দ্বন্দ্ব জিইয়ে রেখে লাভ কী- এ প্রশ্ন তোলেন উপস্থিত অনেকেই।

অনুষ্ঠানে ঢাকা থেকে স্কাইপে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির নানা প্রসঙ্গ উল্লেখ করেন।

আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, যুবদল নেতা শামীম আহমেদ, কোকো স্মৃতি পরিষদের নেতা শাহাদৎ হোসেন রাজু, ছাত্রদল নেতা মেহরাব রাজা চৌধুরী, তারেক আহমেদ, মনসুর আহমেদ শাওন, সাইয়েদ আলী, শাহরুক ইসলাম ফারহান, সেলিম উদ্দিন, মো. মুন্না প্রমুখ।

বক্তারা নির্বাচনের দিন সিলেটে ছাত্রদল নেতা নিহত হওয়ার ঘটনায় পুলিশকে দায়ী করে বলেন, এ রক্তের দায় বাংলাদেশ সরকারকেই বহন করতে হবে। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর মাস্তান পুলিশের বিচার করা হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!