রিয়াদে বাংলাদেশ স্কুলে বই বিতরণ উৎসব

সৌদি আরবের রিয়াদে ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলে’ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2019, 08:28 AM
Updated : 2 Jan 2019, 08:28 AM

স্থানীয় সময় মঙ্গলবার সকালে রিয়াদে এ উৎসবে বাংলাদেশের সঙ্গে মিল রেখে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে স্কুলের ছাত্র-ছাত্রীরা।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক।

বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. আসাদুজ্জামান ও মো. ফখরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আনিসুল হক বলেন, “বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের যে কোনো প্রয়োজনে দূতাবাস পাশে রয়েছে। স্কুলের জন্য জমি কিনে স্থায়ী ভবন নির্মাণ করার জন্য রাষ্ট্রদূতের প্রচেষ্টা চলছে।”

অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন স্কুলেটির অধ্যক্ষ আফজাল হোসাইন।

এসময় জেএসসি ও পিএসসিতে জিপিএ ফাইভ পাওয়া ছাত্র-ছাত্রীদের সনদ দেওয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!