উদীচী কানাডা সংসদের বিজয় দিবস পালন

৪৮তম বিজয় দিবস পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা।

অখিল সাহা, টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2018, 06:46 AM
Updated : 28 Dec 2018, 06:46 AM

স্থানীয় সময় শনিবার টরন্টোর বাঙালিপাড়ায় ড্যানফোর্থ অ্যাভিনিউ কমিউনিটি সেন্টারে দিনটি উপলক্ষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজক করেন তারা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিনারা বেগমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উদীচী কানাডা শাখার সহ সভাপতি ও প্রাক্তন সাধারণ সম্পাদক সৌমেন সাহা।

শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন উদীচী কেন্দ্রীয় সংসদ সদস্য আজিজুল মালিক।

ক্যালেন্ডারে ব্যবহৃত ছবির শিশুশিল্পীরা হলেন- অংকিতা কর্মকার, হিমানী রক্ষিৎ, আয়ান বর্ধন, জামিমা রশিদ, নুজহাত মুর্ত্তজা, পারিসা রাব্বি চৌধুরী, রায়না রাকীব, কাজী আরমানী ওয়ার্দা, কাজী আজওয়াদ সায়ের, জয়ীতা চৌধুরী অথই, তৃষা সাহা ও আয়মান আানাস খান।

বিজয় দিবস নিয়ে নিজের ভাবনা জানান- উলফাত মোর্তজা, কাজী আরমানী ওয়ার্দা ও অংকিতা সাহা।

শিশু-কিশোরদের মধ্যে আরও অংশ নেন- মাধুর্য বিশ্বাস, রায়ান জামান মৃধা, প্রিয়ন্তী চিশতী, উলফাত মোর্ত্তজা, পারিসা রাব্বি চৌধুরী, রায়না রাকীব, অংকিতা কর্মকার, বিনীতা কর্মকার, অভিরাজ কর্মকার, ইন্দ্রা বিদুষী বিদ্যা কর, ধীষণা শ্রেষ্ঠা বাঁশরী কর, শ্রেয়াণা বিপ্লব প্রশৃতা কর, পুষ্পিতা সাহা, কাজী আরমানী ওয়ার্দা, রিদা রহমান, চারুসী সেন, নিলয় রায়, পারিজাত পাল, রায়া আসিয়া রহমান, শোরা চৌধুরী ও অন্বিতা সাহা এমিলি।

এছাড়া উদীচী কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ নেতৃত্বে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতে অংশ নেন প্রবাসী প্রজন্ম ও তাদের অভিভাবকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!