মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের ভোট দিন: যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2018, 08:26 AM
Updated : 25 Dec 2018, 08:26 AM

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক সভা থেকে এ আহ্বান জানান সংগঠনটির নেতারা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

বক্তব্য দেন ফোরামের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা নূরন্নবী, উপদেষ্টা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, মুক্তিযাদ্ধা আনোয়ার জাহিদ, ফোরামের সহ সভাপতি মুক্তিযাদ্ধা আবুল বাশার চুন্নু, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, প্রচার সম্পাদক শুভ রায়, সাস্কৃতিক সম্পাদক উইলি নন্দি ও নির্বাহী সদস্য মুক্তিযাদ্ধা লাবলু আনসার।

মুক্তিযোদ্ধা নূরন্নবী বলেন, “একাত্তরের হায়েনাদের রুখতে মুক্তিযুদ্ধের চেতনার সবার ঐক্যের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে সেই ঐক্যের বিজয় ঘটাতে হবে দলে দলে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে।”

রথীন্দ্রনাথ রায় বলেন, “গত এক দশকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। উন্নয়নের এ গতি অব্যাহত রাখতে মুক্তিযোদ্ধারাও সোচ্চার রয়েছেন।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!