শেনজেন প্রবাসীদের বিজয় দিবস পালন

৪৮তম বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে চীনে প্রবাসী সংগঠন ‘শেনজেন বাংলাদেশ কমিউনিটি’।

এম এ কাশেম মুরাদ, চীনের শেনজেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 12:38 PM
Updated : 19 Dec 2018, 12:38 PM

স্থানীয় সময় রোববার শহরটিতে এসব আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা, শিশুদের জাতীয় পতাকা আঁকা প্রতিযোগিতা, কুইজ ও বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেনজেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইমদাদুল হক আইয়ুব।
শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক একরামুল হক বাপ্পা।

আরও বক্তব্য দেন কমিনিউটির প্রধান উপদেষ্টা মাহবুব আলম ও ভাইস প্রেসিডেন্ট মহসিন ইমাম চৌধুরী।

আয়োজক সংগঠনের প্রেস অ্যান্ড অর্গানাইজিং সেক্রেটারি এম এ কাশেম মুরাদ তার বক্তব্যে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে এধরনের জাতীয় উৎসবগুলো আয়োজনের পাশাপাশি চীনে বসবাসরত সব বাংলাদেশিকে এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আহ্বান জানান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!