বিজয় দিবসে থাইল্যান্ডে প্রবাসী ফুটবল টুর্নামেন্ট

৪৮তম বিজয় দিবস উপলক্ষে ‘প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ এর আয়োজন করেছেন থাইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

কাজী এহতেশাম উদ্দীন, থাইল্যান্ড থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 12:18 PM
Updated : 19 Dec 2018, 12:18 PM

স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী ব্যাংককের একটি স্টেডিয়ামে এ আয়োজনে সহায়তা করে বাংলাদেশ দূতাবাস।

জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মো. নাজমুল কাওনাইন। অনুষ্ঠান উদ্বোধন করেন দূতাবাসের প্রথম সচিব ইশতিয়াক আহমেদ।
জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়।
প্রতিযোগিতায় ‘সবুজ’, ‘নীল’ ও ‘হলুদ’ এ তিনটি দল অংশ নেয়। চ্যাম্পিয়ান হয় ‘হলুদ দল’।

প্রতিটি ম্যাচে ধারাভাষ্যের বদলে বেজেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত দেশাত্মবোধক গান।

এছাড়া দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও উপ পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রবাসীরা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!