নির্বাচনী ইশতেহারে যুক্তরাজ্য প্রবাসী সংগঠনের ৮ দাবি

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচিত ইশতেহারে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকারসহ আটটি দাবি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য প্রবাসী যুবকদের সংগঠন ‘ফ্রেন্ডস হেলপিং সোসাইটি’।

সৈয়দ নাহাস পাশা যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2018, 10:11 AM
Updated : 15 Dec 2018, 10:19 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব লন্ডনে ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’ অফিসে এক সংবাদ সম্মেলনে ‘প্রবাসি ইশতেহার’ শিরোনামে এ ৮ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

এতে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির নেতা সাইদুল ইসলাম।

তিনি জানান, আট দফা দাবির মধ্যে রয়েছে:

১. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটাধিকার নিশ্চিত করা

২. বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের হয়রানি বন্ধ করে শতভাগ সেবা নিশ্চিত করা

৩. দেশে প্রবাসীদের জায়গা-জমিসহ সব প্রকার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা

৪. হয়রানিমুক্ত বিনিয়োগ পরিবেশ তৈরি করা

৫. বিদেশে কোনো প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়ে দেশে গেলে তার পুনর্বাসনের ব্যবস্থা করা

৬. সব দূতাবাস বিশেষ করে মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রতি ভালো ব্যবহার করে সুষ্ঠ সেবা নিশ্চিত করা

৭. বিদেশে কোনো প্রবাসী মরে গেলে সরকারি খরচে তার লাশ দেশে নেওয়া

৮. সরকার দলীয় বা বিরোধী দলীয় নেতা-নেত্রীরা বিদেশে এলে প্রতিপক্ষ আন্দোলনের নামে কোনো অশালীন ব্যবহার না করা।

ইশতেহারে আরও বলা হয়, বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকারের কথা বলা হলেও অদৃশ্য কারণে প্রবাসীরা বৈষম্যের শিকার, কিছু কিছু ক্ষেত্রে ন্যূনতম নাগরিক অধিকারটুকুও নেই।

‘ফ্রেন্ডস হেলপিং সোসাইটি’ এর সভাপতি মিজানুর রহমান মিলন এ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের দুটি রাজনৈতিক জোটের নেতাদের কাছে এ ইশতেহারের কপি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এমনকি যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের কাছেও এ দাবিগুলো পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।”

বিশ্বের প্রবাসী অধ্যুষিত আরও কয়েকটি দেশে তাদের নেটওয়ার্ক রয়েছে বলে দাবি করে মিজান জানান, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। গত নয় বছর ধরে সংগঠনটি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে।

সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ ও শাহ আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!