সিউলে বাংলাদেশ দূতাবাসে বইমেলা

দক্ষিণ কোরিয়ার সিউলে বইমেলা করেছে বাংলাদেশ দূতাবাস।

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 04:08 AM
Updated : 3 Dec 2018, 04:08 AM

স্থানীয় সময় রোববার সিউলে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলা বইয়ের প্রদর্শনী ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে  মেলার উদ্বোধন করেন।

নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের সঙ্গে পরিচিত করে তুলতে বাংলা বই পড়ায় উদ্বুদ্ধ করতে প্রবাসী বাংলাদেশি, অভিভাবক ও উপস্থিত সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত।

বিকেলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা ও গানের আয়োজনে অংশ নেন কোরিয় লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশি সাংস্কৃতিক কর্মীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!