কলম্বিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ঢাকার জলাবদ্ধতা

পানি ও পরিবেশ নিয়ে কলম্বিয়ায় অনুষ্ঠেয় এক আন্তর্জাতিক সম্মেলনে আলোচনায় আসছে বাংলাদেশের রাজধানী ঢাকার জলাবদ্ধতা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2018, 04:12 AM
Updated : 1 Dec 2018, 04:12 AM

আয়োজকদের আমন্ত্রণে এতে বক্তব্য দেবেন আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ বাংলাদেশি-আমেরিকান সুফিয়ান এ খন্দকার।

আগামী ৪ ডিসেম্বর কলম্বিয়ার কারটেজিনা শহরে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে বলে জানান তিনি।

সুফিয়ান বলেন, “ফুটপাতের নিচে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় ও উপরে ক্ষুদ্র উদ্যান বা গ্রিন ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের মাধ্যমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণের উপর গবেষণামূলক বক্তব্য দেবো সম্মেলনে।”

ঢাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী একটি সমাধানের চিন্তা-ভাবনা তার রয়েছে জানিয়ে সুফিয়ান বলেন, “নিউ ইয়র্কে প্রায় ৭ হাজার গ্রিন ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের মাধ্যমে প্রাথমিকভাবে এক ইঞ্চি বৃষ্টিপাত সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রায় এক হাজার গ্রিন ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনের তদারকি করছি আমি।”

সুফিয়ান এ খন্দকার বর্তমানে ডিজাইন ও কন্সাল্টিং ফার্ম ‘আরকেডাস ইনক’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল টেকনোলজি ডাইরেক্টর হিসেবে কাজ করছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!