আন্তর্জাতিক গণহত্যা দিবসে নিউ ইয়র্কে কর্মসূচি

আন্তর্জাতিক গণহত্যা ও প্রতিরোধ দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে ‘জেনোসাইড ৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2018, 04:57 AM
Updated : 24 Nov 2018, 04:57 AM

আগামী ৯ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় র‌্যালি ও মোমবাতি প্রজ্জ্বলন করে দিনের কর্মিসূচি শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।

কর্মসূচির মধ্যে রয়েছে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবসের তাৎপর্য ও একাত্তরে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি’ শিরোনামে সেমিনার। এটি অনুষ্ঠিত হবে হবে বাংলাদেশ প্লাজায় সন্ধ্যায়।

এসব কর্মসূচিতে প্রবাসীদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটির নেতারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!