আইয়ুব বাচ্চু স্মরণে সিডনিতে সঙ্গীতসন্ধ্যা

সদ্যপ্রয়াত সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে তার গান নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতসন্ধ্যা।  

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2018, 04:04 AM
Updated : 23 Nov 2018, 04:04 AM
রোববার সিডনির লুমিয়ায় ওয়েস্ট লীগ অডিটোরিয়ামে স্থানীয় গানের দল ‘লাল সবুজ’ এর এক দশক পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

ফারজানা বীথির উপস্থাপনায় ‘রুপালী গিটার’ নামে এ সঙ্গীতসন্ধ্যার প্রথম পর্বে আটটি গান পরিবেশন করে লাল সবুজ সঙ্গীত দল।

লাল সবুজ সঙ্গীত দলে ছিলেন মাসুদ মিথুন, রহমান, লুতফা, সজল, নাহিদ বিজয় ও মাহাদি। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন মিঠু, তানভীর,মিনহাজ,মহি, মইনুল ও সোহেল।

মঞ্চ সজ্জা ও পাওয়ার পয়েন্টে নাজমুল চৌধুরী, সাউন্ড কন্ট্রোলে রহমান ও মাহদি দায়িত্ব পালন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!