নিউ ইয়র্কে রাষ্ট্রদূতের সঙ্গে ফোবানা কর্মকর্তাদের সাক্ষাত

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) এর কর্মকর্তারা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাত করেছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 04:59 AM
Updated : 18 Nov 2018, 04:59 AM

আগামী বছর ৩০-৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর ফোবানার ব্যানারে ‘৩৩তম বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নাসাউ কলিসিয়াম অডিটরিয়ামে। এ সম্মেলনের আয়োজক হচ্ছে নিউ ইয়র্কের সংগঠন ‘ড্রামা সার্কল’।

সেই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে রাষ্ট্রদূত মাসুদের সঙ্গে সাক্ষাত করেন ফোবানার নেতারা।

স্থানীয় সময় শুক্রবার এতে উপস্থিত ছিলেন ফোবানার কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী, সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, আয়োজক কমিটি আহ্বায়ক নার্গিস আহমেদ, সদস্য সচিব আবির আলমগীর, সাবেক চেয়ারম্যন বেদারুল ইসলাম বাবলা, নির্বাহী সদস্য কবির কিরন, মিডিয়া কমিটির কো চেয়ারম্যন নিহার সিদ্দীকি।

মাসুদ বিন মোমেন বলেন, “জাতির পিতার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। এ অহংবোধকে নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা পাল্টে যাবে। আর এজন্য ফোবানার গুরুত্ব অপরিসীম।”

একইদিন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে আমন্ত্রণ জানান ফোবানার নেতারা।

এর আগে তারা ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানান তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!