সিঙ্গাপুরে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ মঞ্চায়ন

বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুরের উদ্যোগে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ মঞ্চায়ন করেছেন বাংলাদেশি শিল্পীরা।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 04:00 AM
Updated : 18 Nov 2018, 04:00 AM

শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় একটি অডিটোরিয়ামে এটি মঞ্চস্থ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তি জানায় হাই কমিশন।

বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এতে অংশ নেন শিল্পকলা অ্যাকাডেমি মনোনীত ‘নৃত্যনন্দন’ শিল্পগোষ্ঠীর শিল্পীরা।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারী কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিসেবী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!