যুক্তরাষ্ট্রে প্রবাসীদের তৈরি মসজিদে অগ্নিকাণ্ডের খবর

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারলিনা অঙ্গরাজ্যের ক্যারি শহরে প্রবাসী বাংলাদেশিদের নির্মানাধীন একটি মসজিদে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। 

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2018, 05:11 AM
Updated : 17 Nov 2018, 05:11 AM

স্থানীয় সময় শুক্রবার সকালে ক্যারির ১১৫৫ ওয়েস্ট চ্যাটাম স্ট্রিটে অবস্থিত এ মসজিদে আগুন ধরে যায় বলে জানান প্রবাসী বাংলাদেশি ও মসজিদ কমিটির সভাপতি শাকিল আহমেদ।

তিনি জানান, ওইদিন সকাল সাড়ে সাতটায় নির্মাণাধীন ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পুলিশকে ফোন করা হলে পুলিশের সঙ্গে দমকল বাহিনী এসে আগুন নেভান। ইতোমধ্যে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছেন সিটি পুলিশ ও ফেডারেল গোয়েন্দারা।

শাকিল আহমেদ বলেন, “১০ বছর আগে আমরা এ জায়গাটি কিনেছি মসজিদ তৈরির জন্য। এলাকার মুসল্লিরা তহবিল সংগ্রহ করেছেন। এর নির্মাণ কাজ শেষ হতে আরও ৬ মাস লাগবে।”

এর আগেও এ মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন শাকিল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!