যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউ ইয়র্কে উৎসব

যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসব করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 04:37 AM
Updated : 12 Nov 2018, 04:37 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চত্বরে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বেলুন উড়িয়ে এ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

ফিতা কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ কর ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীসহ অন্যান্য নেতারা।

এরপর পালকি পার্টি সেন্টারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল করিম মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন নেতা-কর্মীরা।

‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী’ ব্যানারে তৈরি মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক জামাল হোসেন ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত উপ কমিটির সদস্য সচিব ইফজাল আহমেদ।

আলোচনায় অংশ নেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর, এম এ জলিল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মিসবাহ আহমেদ, কাজী কয়েস, ফরিদ আলম, শাহ বখতিয়ার, কামরুল হিরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রহিমুজ্জামান সুমন, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া ও রিন্টু লাল দাস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!