সিডনিতে ‘কবিতা বিকেল’ এর উদ্যোগে বাংলা সাংস্কৃতিক উৎসব

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে ‘কবিতা বিকেল’ নামের প্রবাসীদের একটি সংগঠন।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 03:48 AM
Updated : 12 Nov 2018, 11:57 AM

স্থানীয় সময় শনিবার সিডনির ওয়াইলি পার্কের এম্পিথিয়েটারে ওই উৎসবের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে অংশ নেয় কাম্বেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা। তাদের পরিবেশনাটি বেলা সাড়ে ৩টায় লালন মঞ্চে শুরু হয়।

প্রথমে ‘ছিপ খান তিন দাঁড়’ ছড়ার সম্মিলিত পরিবেশনায় অংশ নেয় অর্নব, রাবাব, রেইনর, নোয়া, এথিনা ও সুমাইয়া। এরপর ‘আয় আয় চাঁদ মামা’ ছড়াটি আবৃত্তি করে দৃপ্ত, ঋষিকা, অপলা, জেইনা, তাওহিদ,  আরিশা, অপলা ও স্বপ্নিল।

সবশেষে বেশ কয়েকটি শিশুতোষ ছড়ার সমন্বয়ে একটি পরিবেশনা করে এলভিরা, নাশিতা, আলিশা, তাহিয়া ও অর্নব।

একই মঞ্চে বিকাল সাড়ে ৫টায় প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার তথা বাঙালি কমিউনিটিতে অসামান্য অবদানের জন্য ‘কবিতা বিকেল সম্মাননা ২০১৮’ তে ভূষিত হন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল আহসান খান। কবিতা বিকেলের কর্ণধার মাহমুদা রুনু তার হাতে সম্মাননা তুলে দেন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নাজমুল আহসান খান তার সুস্থতার জন্য জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!