আবুধাবিতে দূতাবাসের দুই কর্মকর্তাকে সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছে ‘বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি’।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 04:22 AM
Updated : 11 Nov 2018, 04:22 AM

দূতাবাসের মিনিস্টার  (রাজনৈতিক ও প্রশাসন)  মোহাম্মদ ইকবাল হোসেন খানের  দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের নতুন কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়া এবং দূতাবাসের প্রথম শ্রম সচিব এ কে এম মোকছেদ আলীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার আবুধাবিতে নাছির তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি  ইফতেখার হোসেন বাবুল।

প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। 

রাষ্ট্রদুত বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র হাতে হাত ধরে চলতে শিখেছে। অগ্রগতির এ ধারাকে অব্যহত রাখতে সবার সহযোগিতা দরকার।”

ইফতেখার হোসেন বাবুল বলেন, “দেশ আজ উন্নয়নের এক রোল মডেল।”

আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু ও সহ সভাপতি শওকত আকবর। 

এতে বিদায়ী কূটনীতিকরা তাদের দায়িত্ব পালনকালে বঙ্গবন্ধু পরিষদের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তাদের নতুন মিশনে আরও নিষ্ঠা ও দেশসেবার ব্রত নিয়ে কাজ করার কথা জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!