টরন্টোতে ‘৫ম বাংলাদেশ ফেস্টিভ্যাল’ এপ্রিলে

কানাডার টরন্টোতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম বাংলাদেশ উৎসব।

শহিদুল ইসলাম মিন্টু, কানাডা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2018, 03:37 AM
Updated : 10 Nov 2018, 03:37 AM

আগামী ২০ ও ২১ এপ্রিল টরন্টোর ১৯০ রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে এটি অনুষ্ঠিত হবে বলে জানান সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির কার্যনির্বাহী শহিদুল ইসলাম মিন্টু।

তিনি জানান, প্রতি বছর ৭২ সদস্যের একটি দল এ আয়োজনকে সফল করতে কাজ করেন। খুব শিঘ্রই উৎসব উদযাপন কমিটি সদস্যের নাম ঘোষণা করা হবে।

শহিদুল বলেন, “বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাতো থাকছেই। পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করবে। প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ।”

বাংলাদেশ ফেস্টিভ্যাল সংক্রান্ত যোগাযোগ- ফোন: ৪১৬-২৬২-৯৬৪২, ৬৪৭-৯২৩-৮২৩৩, ৬৪৭-৯৩৩-৬৭৬৩ এবং ইমেইল: bdfestca@gmail.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!