ডেনমার্কে আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন

জেল হত্যা দিবস পালন করেছে ডেনমার্ক আওয়ামী লীগ শাখা।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 09:05 AM
Updated : 4 Nov 2018, 09:05 AM

দিনটি উপলক্ষে স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কোপেনহাগেনে আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।

এতে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে স্মরণ করেন দলটির নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতাযুদ্ধে নিহত সব শহীদদের এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

তারপর আয়োজক সংগঠনের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া।

তিনি বলেন, “জাতীয় চারনেতার হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের রায় কার্যকর করতে হবে। অনেকেই বিদেশে পালিয়ে থাকলেও তাদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, ফাহমিদ আল মাহিদ, আব্দুল আল জাহিদ, আহসান উজ্জামান, ডেনমার্ক যুবলীগের সভাপতি আমির জীবন, কামরুল, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!