অভিবাসনে কড়াকড়ি: বাংলাদেশিদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান

ট্রাম্পের অভিবাসী নিয়ন্ত্রণের হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্রে বাংলাদেশিদের উপস্থিত হয়ে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির বাংলাদেশি বংশোদ্ভূত নেতা ফখরুল আলম।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2018, 02:11 PM
Updated : 1 Nov 2018, 02:36 PM

আগামী সপ্তাহের মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোট হবে। 

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ সোসাইটির সাবেক এই সাধারণ সম্পাদক ও ডেমোক্র্যাট বলেন, “কংগ্রেসে যদি অভিবাসীদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিতদের সংখ্যাগরিষ্ঠতা প্রদান করা সম্ভব হয় তাহলেই প্রেসিডেন্ট ট্রাম্পের সকল হুমকি-ধামকি প্রতিহত করা সহজ হবে।”

বিবৃতিতে তিনি বলেন, “এক্ষেত্রে কোনও হেলাফেলার অবকাশ নেই। সকলকেই মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনও সময় কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!