ঢাকায় প্রবাসী প্রকৌশলীদের সম্মেলন ফেব্রুয়ারিতে

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফার্স্ট কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স’। 

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 03:17 PM
Updated : 28 Oct 2018, 03:18 PM

আগামী বছর ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ঢাকার সোনারগাঁ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান সম্মেলনের আহ্বায়ক টেক্সাসের হিউস্টনে প্রবাসী প্রকৌশলী আজাদুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সম্মেলন অনুষ্ঠানে আন্তরিকভাবে সহায়তা করছেন বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে অতিরিক্ত সচিব কাজী আনোয়ারুল হক ও এ-টু-আইয়ের প্রকল্প পরিচালক মো. মুস্তাফিজুর রহমান। প্রিয় মাতৃভূমির কল্যাণে প্রবাসের অভিজ্ঞতা ব্যবহারে আগ্রহীরাই অংশ নেবেন এতে। ইতোমধ্যে বিভিন্ন দেশে ব্যাপক সাড়া পড়েছে এ সম্মেলনে যোগদানের ব্যাপারে।” 

সম্মেলনের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রকৌশলী জলিল খান। টেকনিক্যাল সেমিনার কমিটির চেয়ারম্যান হয়েছেন লস অ্যাঞ্জেলেসের লয়লা-মেরিমাউন্ট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েটেড ডিন নাজমুল উলা।

আজাদুল হক আরও জানান, সম্মেলনের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্নয়কারী আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!