নিউ ইয়র্কের বাজেট কমিটির সদস্য হলেন এক বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের উন্নয়ন-বাজেট প্রনয়ণ কমিটির সদস্য হয়েছেন এক বাংলাদেশি-আমেরিকান।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 02:46 PM
Updated : 28 Oct 2018, 02:46 PM

তার নাম খোরশেদ খন্দকার। তিনি নিউ ইয়র্কের কাউন্সিলম্যান ডেনিক মিলারের মনোনয়ন নিয়ে স্থানীয় সময় শনিবার অঙ্গরাজ্যটিতে অনুষ্ঠিত এক কর্মশালায় অংশ নিয়েছেন।

খোরশেদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউ ইয়র্কে নানা দেশের অভিবাসীসহ সব সম্প্রদায়ের চাহিদার পরিপূরক প্রকল্প তৈরি করতে প্রতি বছরই এ ‘পার্টিসিপেটরি বাজেট কমিটি’ গঠন করা হয়।

তিনি বলেন, “জ্যামাইকা এলাকায় স্থায়ী একটি শহীদ মিনারের স্বপ্ন রয়েছে প্রবাসীদের। এটি প্রাধান্য পাবে আমার সুপারিশে। এছাড়া বাংলাদেশিরা যাতে হাসপাতালসহ বিভিন্ন স্থানে আরো বেশি সেবা পান সে ধরনের প্রকল্প আমার সুপারিশ থাকবে।”

খোরশেদ খন্দকার ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য, একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!