সিডনিতে অদিতি মুন্সীর কীর্তন সন্ধ্যা

অস্ট্রেলিয়ায় বাঙালি কীর্তন শিল্পী অদিতি মুন্সীর ‘কীর্তন সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2018, 01:43 PM
Updated : 28 Oct 2018, 01:43 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনিতে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্যার জন ক্লান্সি অডিটোরিয়ামে এ আয়োজন করে ‘বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার, অস্ট্রেলিয়া’।

অনুষ্ঠান উপস্থাপনা করেন শুভজিৎ ও জুলি ছন্দা শুভমিতা।

আয়োজক সংগঠনের সভাপতি উৎপল সাহা ও সাধারণ সম্পাদক স্বপন সাহা রায় অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট দেন।

স্থানীয় শিল্পীদের ধ্রুপদী নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি ও কীর্তন পরিবেশন করেন অদিতি মুন্সী।

‘মাঝে মাঝে তব দেখা পাই বারবার কেন পাইনা’ ও ‘তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে’ গেয়ে তিনি কীর্তন অনুরাগীদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন।

এতে তবলা ও খোল বাজান ভারত থেকে আসা বাদক অনুপম চক্রবর্তী, হারমোনিয়াম বাজান অরুনাভ গুপ্ত ও কি-বোর্ডে ছিলেন নীলাদ্রি চক্রবর্তী।

অনুষ্ঠান শেষে র‍্যাফেল পরিচালনা ও সমাপনী বক্তব্য দেন রতন কুণ্ডু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!