সিডনিতে দুর্গোৎসব উদযাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশিরা দুর্গা পূজা করেছেন।

নাইম আবদুল্লাহ,সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 03:33 PM
Updated : 21 Oct 2018, 03:34 PM

ঢাক-ঢোলের বাদ্য, কহন আর পঞ্চপ্রদীপের আলোয় স্থানীয় সময় শনিবার অস্ট্রেলিয়ার সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পুজা অ্যান্ড কালচার সিডনির ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে সাড়ম্বরে দুর্গা পূজার আয়োজন করে।

সকাল ১০টা থেকে শুরু হয়ে মধ্যরাত অবধি চলে পূজা, প্রসাদ বিতরণ, মধ্যাহ্ন ভোজ, পূজা আরতি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ।
এবারের সাংস্কৃতিক পর্বের বিশেষ আকর্ষণ ছিলো সোসাইটির বাংলা স্কুলের একঝাঁক শিশু কিশোরদের অংশগ্রহণে নাচ, গান, ধ্রুপদী নৃত্য ও বড়োদের অংশগ্রহণে দেবী দুর্গার আবির্ভাব অবলম্বনে একটি যাত্রাপালা।

সাংস্কৃতিক পর্ব উপস্থাপন করেন শ্রী নির্মল চক্রবর্তী ও নন্দিতা কুন্ডু।

সোসাইটির সভাপতি শ্রী উৎপল সাহা ও সাধারণ সম্পাদক শ্রী স্বপন সাহা রায় আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!