সিউলে ইতেওন উৎসবে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ায় ‘ইতেওন গ্লোবাল ফেস্টিভ্যাল ২০১৮’ এ অংশ নিয়েছেন দেশটিতে বাসবাসরত বাংলাদেশিরা।

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়ার সিউল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 10:58 AM
Updated : 16 Oct 2018, 11:25 AM

স্থানীয় সময় শনি ও রোববার সিউলের ইতেওনে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক উৎসব উদ্বোধন করেন ইয়ংসান অঞ্চলের মেয়র জাং হায়ুন সং।

সিউলে বাংলাদেশ দূতাবাসসহ ৪০টি দেশ এতে অংশ নেয়।

উৎসবে বাংলাদেশের স্টলে পাট ও চামড়াজাত দ্রব্য, শাড়ি, পাঞ্জাবি, নকশীকাঁথা, মাটির তৈজসপত্র, ও অলঙ্কার প্রদর্শন করেন প্রবাসীরা। তারা নাচ-গান, পর্যটন ও বিনিয়োগ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!