খালেদার মুক্তি চেয়ে নিউ ইয়র্কে বিএনপি একাংশের বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে দলটির নিউ ইয়র্ক অঙ্গরাজ্য শাখার একাংশ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 10:36 AM
Updated : 16 Oct 2018, 10:36 AM

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও গ্রেনেড হামলা মামলার রায়ের নিন্দা জানান নেতা-কর্মীরা।

আয়োজক সংগঠনের সহ সভাপতি সোহরাব হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  সংগঠনটির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক প্রধান সমন্বয়কারি আব্দুল লতিফ সম্রাট।

তিনি বলেন, “সাজানো মামলায় ফরমায়েসি রায় প্রবাসীরা মানে না। এসব মামলা ও রায় ধুলিসাৎ হয়ে যাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার অধিষ্ঠিত হলেই। আর এমন সরকারের জন্য প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত।”

প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ।

তিনি বলেন, “বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমেই সামনের নির্বাচনে শেখ হাসিনা ও তার সরকারের সব জুলুম-নির্যাতনের কবর রচিত হবে।”

বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “জনরোষে উচ্ছেদ হবে জুলুমবাজ সরকার এবং বীরের বেশে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপির অবিসংবাদিত নেতা তারেক রহমান।”

সমাবেশে আরও বক্তব্য দেন- যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন ও যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের।

নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি নূরল আমিন পলাশ ও নাসিম আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি হুমায়ূন কবীর ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি, ওরল্যান্ডো বিএনপির নেতা নেসার উদ্দিন ও স্টেট বিএনপির খলিকুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!