যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে দ. এশিয়দের সম্মেলন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে প্রীতি-সম্মেলন করেছেন দেশটিতে বসবাসরত দক্ষিণ এশিয় অভিবাসীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 09:27 AM
Updated : 14 Oct 2018, 09:28 AM

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে ‘ডেমোক্র্যাটদের বড় ধরনের বিজয়’ এনে দিতে অভিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আয়োজক নেতা-কর্মীরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অভিবাসীরা অংশ নেন।

স্বাগত বক্তব্য দেন ‘ইয়ং ডেমোক্র্যাটিক পার্টির’ কোষাধ্যক্ষ জয় চৌধুরী।

তিনি বলেন, “৬ নভেম্বরের নির্বাচনেও যদি রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা অটুট রাখতে সক্ষম হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান কর্মকাণ্ড রুখে দেয়া যাবে না। আর এমন আচরণের বড় ভিকটিম হবেন অভিবাসীরা।”

ডেমোক্র্যাট দলের আরেক সমর্থক খোরশেদ খন্দকার বলেন, “ভুলের পুনরাবৃত্তি করা চলবে না। রিপাবলিকানদের ধরাশায়ী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

নিউ ইয়র্কের কাউন্সিলম্যান কস্টা কন্সট্যান্টটিনাইডস বলেন, “আমেরিকার ইতিহাস-ঐতিহ্য আজ ভূলুণ্ঠিত। ট্রাম্পের পাগলামির শিকার হচ্ছি সহজ-সরল মানুষেরা। গোটাবিশ্বে আমেরিকার নেতৃত্ব আজ প্রশ্নবিদ্ধ।”

অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন বলেন, “৬ নভেম্বরের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। মহাপরীক্ষা হবে এ নির্বাচনে। আমেরিকার নেতৃত্ব অক্ষুন্ন রাখার প্রশ্নেও এ নির্বাচনের ঐতিহাসিক ভিত্তি প্রবল। সহজ কথায়, ঐক্যবদ্ধ হয়ে রিপাবলিকানদের ধরাশায়ী করতে হবে। অনৈক্যের সব বাধা দূরে সরিয়ে রেখে কংগ্রেসে বিপুল বিজয় এনে দিতে হবে।”

সম্মেলনে আরও বক্তব্য দেন- ‘বাংলাদেশি-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন’ এর আহ্বায়ক আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, কমিউনিটি নেতা মোর্শেদ আলম, তৈয়বুর রহমান হারুন, মোহাম্মদ সাদিক, সবিতা দাস, নেপালের কনসাল জেনারেল নারায়ন মোনামি, ভারতীয় কনসাল পিযুশ পাটেল, ফারুক হোসেন মজুমদার ও আলমগীর খান আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!