আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভা

একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি শাখা।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2018, 01:02 PM
Updated : 13 Oct 2018, 01:02 PM

স্থানীয় সময় শুক্রবার রাতে আবুধাবির একটি হোটেলে এতে সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নেন।

আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

তিনি বলেন, “এ হামলার মূল হোতা ছিলেন তারেক রহমান। তারেকসহ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঘটনার মদদ দানের অপরাধে অপরাধী বিবেচনায় এনে এ মামলার আসামি করতে জোর দাবি জানাই।”

সভায় আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন, মনিরুল ইসলাম মনির, আবুধাবি যুবলীগের আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জসীম, বঙ্গবন্ধু পরিষদের অর্থ সম্পাদক আবু তাহের তারেক, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সজল চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমদাদ হোসেন, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম, সহ শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নাছির মামুন, সদস্য মোহাম্মদ এরশাদ ও  রাজু পাল।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!