জাতিসংঘে গ্লোবাল সামিটে বাংলাদেশি দুই ছাত্রী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে ‘ইন্টারন্যাশনাল ইয়ং লিডার্স অ্যাসেম্বলি’ এর ‘গ্লোবাল সামিট’ এ অংশ নিয়েছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 10:35 AM
Updated : 12 Oct 2018, 10:35 AM

তারা হলেন তাসমিয়া কায়েনাত আশা ও রায়ান আফরিন।

ঢাকার মেয়ে আশা উদ্দীপন বিদ্যালয় ও ঢাকা সিটি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করার পর বর্তমানে নিউ ইয়র্কের উইলিয়াম কুলেন ব্রায়ান্ট হাই স্কুলে পড়াশোনা করছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী পরিবারে তার বাবা আহ্সানুজ্জামান ঠাকুর স্বপন ও মা ফারহানা পারভীন সান্তনা। তার দাদা আব্দুর রহিম ঠাকুর একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

অন্যদিকে ঢাকার এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ছাত্রী রায়ান আফরিন বর্তমানে নিউ ইয়র্কের উইলিয়াম কুলেন ব্রায়ান্ট হাই স্কুলে পড়াশোনা করছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী পরিবারে তার বাবা মারুফুল ইসলাম ও মা সাবিনা ইয়াসমিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!