গ্রেনেড হামলার রায়ে যুক্তরাষ্ট্র আ. লীগে আনন্দ-অসন্তোষ

একুশে অগাস্ট গ্রেনেড হামলার রায়ে সন্তোষ জানিয়ে যুক্তরাষ্ট্রে আনন্দ-র‍্যালি করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, অন্যদিকে অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 12:22 PM
Updated : 10 Oct 2018, 12:23 PM

রায় ঘোষণার পর স্থানীয় সময় বুধবার সকালে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের রাস্তায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে আনন্দ-র‍্যালি থেকে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ-র‌্যালি পরিচালনা করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন।

এ প্রসঙ্গে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে নিধনের অভিপ্রায়ে বাংলাদেশে এমন নৃশংসতার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য এ হামলার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। আইনের শাসনের ক্ষেত্রে এ এক বিরাট অগ্রগতি। এখন প্রয়োজন হচ্ছে পলাতক তারেক রহমানসহ অন্যদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর করার।”

র‍্যালিতে নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নিউ ইয়র্ক মহানগরের সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজি, আবুল হোসেন ও মোহাম্মদ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক, মাহফুজ আহমেদ, সুমন মাহবুব, তথ্য সম্পাদক রাজ চৌধুরী, নির্বাহী সদস্য জাকারিয়া মাসুদ এনাম, ফখরউদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মহসিন আলী, প্রদীপ কর, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড চৌধুরী জয়, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল, যুগ্ম সম্পাদক নাফিউর রহমান তোরণ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া ও যুবলীগ নেতা এস হোসেন চঞ্চল।

অন্যদিকে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ।

বিবৃতিতে বলা হয়, ‘বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল।’

বিবৃতিতে স্বাক্ষর করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসাইন, জ্যেষ্ঠ সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জি আই রাসেল, সহ সভাপতি জুয়েল বড়ুয়া, সহ সভাপতি মজিবুর রহমান খান, সহ সভাপতি বদরুল আলম, সহ সভাপতি আকতার হোসাইন, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক আলমগীর সোহেল, যুগ্ম সম্পাদক মনির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ ও প্রচার সম্পাদক শামীম হায়দার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!