যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা নিয়ে বাংলাদেশি আলোকচিত্রীর প্রদর্শনী

রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের পঞ্চাশটি ছবি নিয়ে যুক্তরাষ্ট্রে একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছেন বাংলাদেশি আলোকচিত্রী সানাউল হক।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 10:12 AM
Updated : 9 Oct 2018, 10:51 AM

গত ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ড্রাইভারসিটি প্লাজায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কাউন্সিল ওমেন ক্যাটরিনা ক্রোজ।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ ইউসুফ,  কমিউনিটি কর্মী আবু জাফর মাহমুদ, সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমরান আনসারী, ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার ও ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।

বাংলাদেশি আলোকচিত্রী সানাউল হক

ক্যাটরিনা ক্রোজ বলেন, “মানবিক বিপর্যয়ের বিষয়টি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যারা যুক্তরাষ্ট্রে রাজনীতি করি তাদের মাঝে বিষয়টি ছড়িয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রকে এ জনগোষ্ঠীকে রক্ষায় আরো সম্পৃক্ত হতে হবে।”

তিনি আরও বলেন, “সানাউল হক এ চিত্রপ্রদর্শনীর মাধ্যমে শুধু সাংবাদিকতাই করেননি, তিনি মানবতার পক্ষে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন।”

আলোকচিত্রী সানাউল হক মনে করেন- নিউ ইয়র্কে এ প্রদর্শনীর মাধ্যমে ছবিগুলো রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারলেই কর্ম সার্থক হবে।

মোহাম্মদ ইউসুফ বলেন, “বাংলাদেশে রোহিঙ্গারা চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। মিয়ানমার সরকার এ মানবিক বিপর্যয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। তাদের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের মুখোমুখি করতেই হবে।”

ইমরান আনসারী বলেন, “বাংলাদেশে ফেরার পর রোহিঙ্গারা কী ধরণের মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন তার প্রমাণ উপস্থাপনে এ প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখবে। গণহত্যার জন্য মিয়ানমার সরকারকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।”

আবু জাফর মাহমুদ বলেন, “একটি মানবিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব রয়েছে এ জনগোষ্ঠীর মানুষদের রক্ষায় যুক্তরাষ্ট্রের আরো বেশি সম্পৃক্ত হবার।”

এছাড়া গত ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জামাইকায় রোহিঙ্গাদের নিয়ে আরেকটি চিত্রপ্রদর্শনী করেন আলোকচিত্রী সানাউল হক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!