লিবিয়ায় চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে লিবিয়ায় ‘উন্নয়ন মেলা-১৮’ আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

শায়মা জাহান তিথি, লিবিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2018, 09:29 AM
Updated : 7 Oct 2018, 09:29 AM

শুক্রবার দেশটির রাজধানী ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিতে এ মেলার স্লোগান ছিলো ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’।

আলোচনা সভায় বক্তব্য দেন দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং কমিউনিটি নেতারা।

মেলার প্রদর্শনীতে উঠে আসে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, সোলার প্যানেল, মেট্রো রেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেস হাইওয়েসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প ও ঐতিহাসিক স্থাপত্য।

সবশেষে ছিল দেশিয় খাবার ও ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!