কুয়েতে বাংলাদেশ দূতাবাসে উন্নয়ন মেলা

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কুয়েতে ‘উন্নয়ন মেলা-১৮’ আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

আ হ জুবেদ, কুয়েত থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 12:39 PM
Updated : 6 Oct 2018, 12:40 PM

শুক্রবার কুয়েত সিটিতে বাংলাদেশ দূতাবাসে এ মেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

তিনি বলেন, “বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, বর্তমান সরকারের অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হলে পুনরায় এই সরকারকেই দেশ পরিচালনা করার সুযোগ দিতে হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।
অনুষ্ঠান সূচিতে ছিল- পিঠা মেলা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দূতাবাসের শ্রম কাউন্সেলর ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল লতিফ খাঁন, কাউন্সেলর জহিরুল ইসলাম খাঁন, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, বাংলাদেশ বিমান কুয়েতের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম ও প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!