কুয়েতে বাংলাদেশ দূতাবাস আয়োজন করেছে উন্নয়ন মেলা

বাংলাদেশ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ ‘উন্নয়ন মেলা-২০১৮’ আয়োজন করতে যাচ্ছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

আ হ জুবেদ, কুয়েত থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 03:09 PM
Updated : 4 Oct 2018, 03:09 PM

শুক্রবার সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘উন্নয়ন মেলা-২০১৮’ দিনটি পালন করবে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় বুধবার রাতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ ‘উন্নয়ন মেলা-২০১৮’ এর বিস্তারিত তুলে ধরে এতে অংশ নিতে সকল প্রবাসীদের আমন্ত্রণ জানান।

সংবাদ সম্মেলনে কাউন্সেলর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, “বর্তমান সরকারের আমলে অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন তুলে ধরতে বাংলাদেশের ন্যায় বাংলাদেশ দূতাবাস কুয়েতও চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮ আয়োজন করতে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য সবার সহযোগিতা একান্তভাবে দরকার।”

তিনি জানান, এ নিয়ে কলাকুশলী শিল্পীদের চলছে প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হয়েছে দূতাবাস।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম জসিম উদ্দিনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!